| |
               

মূল পাতা রাজনীতি জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে যা করে গেছেন, আমরা ৪৫ বছরেও তা পারিনি : আবদুল মঈন খান


জিয়াউর রহমান সাড়ে ৩ বছরে যা করে গেছেন, আমরা ৪৫ বছরেও তা পারিনি : আবদুল মঈন খান


রহমত নিউজ     20 June, 2025     11:12 AM    


বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান বলেছেন, দিনের পর দিন বা রাতের পর রাত যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কথা বলা হয়, তাহলেও তাঁর সম্পর্কে বলে শেষ করা যাবে না। মাত্র সাড়ে তিন বছরে তিনি দেশের জন্য যে কাজ করে গেছেন, আমরা ৪৫ বছরেও তা অর্জন করতে পারিনি।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক সেমিনারে আবদুল মঈন খান এ কথা বলেন। জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি্য” শীর্ষক এই সেমিনারের আয়োজন করে।

বিগত সরকার ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দিয়েছে উল্লেখ করে মঈন খান বলেন, ফ্যাসিবাদী সরকার পরিকল্পিতভাবে দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। সরকার হয়তো চেয়েছিল জাতিকে মূর্খ করে রাখতে।

মঈন খান আরও বলেন, জিয়াউর রহমানের শিক্ষাদর্শন ও কর্মসূচি নিয়ে পিএইচডি গবেষণা হতে পারে। তিনি যে শিক্ষানুরাগী ছিলেন, হিযবুল বাহারে মেধাবীদের নিয়ে তিনি যে সমুদ্রযাত্রায় গিয়েছিলেন, সেটা প্রমাণ করে।

সেমিনারে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ বি এম ওবায়দুল ইসলাম, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম সোহাগ আউয়াল, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যসচিব এ টি এম আবদুল বারী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন (পাভেল), জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন প্রমুখ।